Colo sikhi

সোসাল সিগন্যাল কি? সোসাল সিগন্যাল কি গুগল রেঙ্কিং ফ্যাক্টর ?

আমরা আজ জানবো সোসাল সিগন্যাল কি .? কিভাবে কাজ করে আর এসিওতে এর উপকারিতা কতটুকু সে সম্পর্কে। 

চলুন সোসাল সিগন্যাল সম্পর্কে জানার আগে আমরা সিগন্যাল শব্দের অর্থ কি সেটা জেনে নেই।

সোসাল সিগন্যাল কি.?

সহজ বাংলায় আপনার ওয়েবসাইট কোন সোসাল মিডিয়ায় শেয়ার হয় সেটাকেই সোসাল সিগন্যাল বলা হয়। অর্থাৎ আপনার কন্টেন যদি যে কোন সোসাল সাইটে শেয়ার হয় যেমন ফেসবুক,টুইটার,রেডিট,টাম্বলার,পিনটারেস্ট, লিংকডিন সেটাকেই সোসাল সিগনাল বলে। 

SOCIAL SIGNAL 



কিভাবে পাবেন সোসাল সিগন্যাল কি.?

সোসাল সিগন্যাল কি দুভাবে পেতে পারেন
১/ ন্যাচারাল সোসাল সিগন্যাল
২/ পেইড সোসাল সিগন্যাল

ন্যাচারাল সিগনাল 

যদি আপনার কন্টেন মানুষের ভালো লাগে বা উপকারী হয় স্বাভাবিক ভাবেই সেটা আপনার ট্রাফিক বা ভিজিটররা শেয়ার করবে এবং আপনি সোসাল সিগনাল পেয়ে যাবেন। আমরা অনেকেই আছি যারা কোন একটা কন্টেন ভালো লাগলো আমরা শেয়ার করলাম এই যে পদ্ধতি এটাই ন্যাচারাল পদ্ধতি।

পেইড মেথড সিগন্যাল

আপনি বিভিন্ন মার্কেটিং সাইটে অনেক মার্কেটার পাবেন যাদের কাছ থেকে আপনি পেইড সিগনাল নিতে পারেন।।

সার্চ ইঞ্জিনে প্রভাব ফেলে বা র্যাঙ্কিং ফ্যাক্টর কিনা.?

হ্যাঁ সরাসরি এটা আমাদের র্যাঙ্কিং এ প্রভাব ফেলে না, কিন্তু এটা আমাদের র্যাঙ্কিং এ পরোক্ষ ভাবে প্রভাব ফেলে। কেননা গুগল আপনার বাউন্সরেট টা দেখে। আর দ্বীতিয়ত এই সিগনাল এর কারনে আপনি কিছু না কিছু ট্রাফিক পাচ্ছেন যেটা আপনার অরগানিক হিসেবে কাজ করছে। অতএব আমরা বলতে পারি
The social signal reduce bounce rates and create more repeat site vists.
INCREASE THE DIVERCITY OF BACKLINKS.

তো পরিশেষে আমরা বলতে পারি সোসাল সিগনাল যদিও প্রত্যক্ষভাবে কাজ করে না কিন্তু র্যাঙ্কিং এ পরোক্ষভাবে কাজ করছে।
 আজ এ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আর কমেন্ট করে জানান আপনারা কোন বিষয় সম্পর্কে জানতে চান। 



মিনহাজ মিজান 

Post a Comment

2 Comments